স্বাস্থ্য খাত থেকে রাজনৈতিক ক্যানসার দূর করা হবে। স্বাস্থ্যসেবা নিয়ে কোনো দলবাজি করতে দেওয়া হবে না। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে স্তন ও জরায়ু ক্যানসার শীর্ষক সেমিনার ও স্ক্রিনিং ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি বলেন, বিএনপি-জামায়াত জাতীয় পতাকা ও জাতীয় সংগীত এবং জাতির জনককে নিয়ে বিতর্কের সৃষ্টি করছে। বঙ্গবন্ধুকে ছোট করতে গিয়ে তারা নিজেরা ছোট হয়ে যাচ্ছে। গরীব মানুষের স্বাস্থ্যসেবা...

